মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল দিলে পানি বেরিয়ে আসে

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের উদ্ভট প্রশ্নগুলি শেয়ার হতে দেখা যায়। অনেক কৌতুহলী মানুষ এই ধরনের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন। আসলে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হয় ওই প্রার্থীর প্রেজেন্স অফ মাইন্ড বোঝার জন্য। এই ধরনের উত্তর বইতে থাকেনা আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করেই উত্তর দিতে হয়। এবার দেখে নেয়া যাক এমনই কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ রেলওয়েতে W/L এর অর্থ কী?
উত্তরঃ যেখানে W/L এর বোর্ড লাগানো থাকে, সেখানে লোকো পাইলটদের হর্ন বাজাতে হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না?
উত্তরঃ ব্যাঙ।

৩) প্রশ্নঃ কোন মুহূর্তে ছেলেরা চুপ থাকলেও মেয়েরা জোরে জোরে চিৎকার করে?
উত্তরঃ ঝগড়া করার সময়।

৪) প্রশ্নঃ এমন কোন কাজ যা মানুষ মৃত্যুর পরও করতে পারে?
উত্তরঃ অঙ্গদান।

৫) প্রশ্নঃ এমন কি জিনিস যা সারা মাসে একবার আসে আর ২৪ ঘন্টা পূর্ণ হতেই চলে যায়?
উত্তরঃ তারিখ।

৬) প্রশ্নঃ ভারতের কোন স্টেশনটি যা অর্ধেক মহারাষ্ট্র এবং অর্ধেক গুজরাটে?
উত্তরঃ নওয়াপুর।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশটিতে?
উত্তরঃ ভারতবর্ষ।

৮) প্রশ্নঃ বলুন তো এখনো পর্যন্ত ভারতবর্ষে কতবার বিমুদ্রাকরণ হয়েছে?
উত্তরঃ ৩ বার।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে ১০ টি গাছ লাগানোর জন্য সরকারি চাকরি দেওয়া হয়?
উত্তরঃ ১০টি গাছ লাগানোর জন্য ফিলিপাইনসের একজন নাগরিককে সরকারি চাকরি প্রদান করা হয়।

১০) প্রশ্নঃ কোন পাখি যেটি বাতাসে উড়ে গিয়ে জল পান করে?
উত্তরঃ চাতক পাখি বাতাসে ওড়ার সময় কেবল বৃষ্টির জল পান করে।

১১) প্রশ্নঃ সিন্ধু সভ্যতায় মুদ্রায় কোন দেবতা অঙ্কিত ছিল?
উত্তরঃ পশুপতি।

১২) প্রশ্নঃ ঋকবেদে উল্লেখিত দেবতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন?
উত্তরঃ ইন্দ্র দেবতা।

১৩) প্রশ্নঃ জৈন ধর্মের প্রবর্তক মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ বিহারের কুন্দগ্রামে।

১৪) প্রশ্নঃ অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল দিলে জল বেরিয়ে আসে?
উত্তরঃ চোখ (বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়)।