সম্প্রতি অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘নবাব এলএলবি’ ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মু’ক্তি দেয়া হয়। যেখানে মুল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। মু’ক্তির পরপরই এই সিনেমার একটি দৃশ্য অনলাইনে ভাইরা’ল হয়। ওই দৃ’শ্যে- ‘ধ’র্ষি’তা’ না’রী মা’ম’লা করার জন্য থা’নায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে অ’শা’লী’ন ভাষায় ‘ধ’র্ষ’ণ’ বি’ষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আর এতেই বাধে সব বি’প’ত্তি।
নবাব এলএলবি সিনেমায় এমন দৃশ্যের মাধ্যমে পুলিশকে হে’য় করার অ’ভিযো’গ উঠে। ‘প’র্নো’গ্রা’ফি’ আ’ই’নে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃ’ধার বি’রু’দ্ধে মা’ম’লা দা’য়ে’র করে পুলিশের সাইবার ক্রা’ই’ম ইউনিট। অ’ভিযু’ক্ত’দের গ্রে’প্তার করা হয়। সিনেমার ওই দৃশ্য নিয়ে আ’প’ত্তি ছিল অভিনেত্রী স্পর্শিয়ারও।
আপ’ত্তি’কর ওই দৃশ্য নিয়ে স্পর্শিয়া বলেন, যখন ওই দৃশ্য ধারণ করা হয়, তখনই আমি পরিচালককে বলেছিলাম ওভাবে না করতে, পুলিশি ঝা’মেলা হতে পারে। তা–ই হলো। কারণ, সিকোয়েন্সটির উপস্থাপনা ভালো হয়নি। একটি সুন্দর কথাও খারাপভাবে উপস্থাপন করা যায়, আবার খারাপ কথাও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ওই দৃশ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তার উপস্থাপনা সুন্দর হয়নি।
সহশিল্পী শাহিন মৃধাকে গ্রে’প্তা’রের কারণে ক’ষ্ট পেয়েছেন স্পর্শিয়া। তিনি বলেন, ওই সিকোয়েন্সের কারিগর চিত্রনাট্যকার ও প’রিচালক। অভিনেতারা এ জন্য দা’য়ী হতে পারেন না। শাহিন মৃধাকে আমি আগে চিনতাম না। ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার পারিশ্রমিকও কম। তিনি এ রকম বি’প’দে পড়ায় আমার খুব খারা’প লাগছে।
এদিকে ওই দৃশ্যের জন্য ‘প’র্নো’গ্রা’ফি’ আ’ইনে ক’রা মা’ম’লায় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে কা’রাগা’রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৫ ডিসেম্বর দুপুরে এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে হে’য় করার অ’ভিযো’গে ডিএমপি সাইবার ক্রা’ই’ম ইউনিটের দায়ের করা মামলায় গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুনকে আ’ট’ক করে ডিবি পুলিশ। তারপর তাকে গ্রে’ফ’তার দেখানো হয়।